সারাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
পিরোজপুর জেলার নাজিরপুরে শিব মন্দিরের জমি ও মন্দির সংলগ্ন কথিত খাল বেদখলের অপচেষ্টা করে একটি মহল। এ ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় হিন্দুদের বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলা করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এই মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজধানী ঢাকার দোহারসহ সারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর ওপর নির্যাতন, ধর্ষণ, জমি দখল, হত্যা এবং হত্যা প্রচেস্টার প্রতিবাদে মানববন্ধন করে। ১৮ জুলাই ২০২০ রোজ শনিবার সকাল ১১ টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রমাণিক, সিনিয়র সহ সভাপতি প্রদীপ কুমার পালসহ আরো অনেকে। এসময় প্রতিবাদীরা বলেন, করোনা ভাইরাসের মহা দূর্যোগে দেশবাসীসহ বিশ্ববাসী দিশেহারা। মানুষ আতঙ্কগ্রস্থ। প্রতিদিনই চলছে মৃত্যুর মিছিল। এই আতঙ্কের মধ্যেও মহা আতঙ্ক চলছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে।
গত সপ্তাহে মাদারীপুরে ২০০ বছরের পুরানো মন্দিরের জমি দখল করা হয়েছে। এছাড়া গত ১৫ জুলাই ঢাকার দোহারের জয়পাড়া এলাকায় তপন কর্মকার নামে এক স্বর্নকারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পিরোজপুরের নাজিরপুরে মন্দিরের জমি দখল করার প্রতিবাদ করায় চার জন হিন্দুর বিরুদ্ধে গত ৯ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমুলক মিথ্যা মামলা দেয়া হয়েছে। হিন্দুদের বিরুদ্ধে এসব নির্যাতন, জমি দখল, হত্যা ও হয়রানি বন্ধ না করলে সারাদেশে বিক্ষোভ সমাবেশসহ গণআন্দোলন গড়ে তুলবে হিন্দু মহাজোট।