কুমিল্লার মুরাদনগরে মায়ের সামনে হিন্দু যুবককে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন

কুমিল্লার মুরাদনগরে মায়ের সামনে হিন্দু যুবককে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন>>

গতকাল বুধবার বিকেলে কোন কারণ ছাড়াই হাত পা বেধে অমানুষিক নির্যাতন করেন আবু তাহের কন্টাকটার। কোন প্রকার প্রতিবাদে কাজ না হওয়ায় সেই দৃশ্য সামনাসামনি দাড়িয়ে কাতর হয়ে দেখছেন মা। নির্যাতনের শিকার সনাতন ধর্মালম্বী ওই ছেলেটি কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে রাজু চন্দ্র।

অপরদিকে নির্যাতনকারী ওই মাতাব্বর আবু তাহের কন্টাক্টর দারোরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও দারোরা ইউনিয়ন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বর্তমান আমির, দুই দলেরই ইউনিয়ন কমিটিতে পোষ্ট রয়েছে তার। একজন হিন্দু যুবককে জামা কাপড় খুলে হাত পা বেধেঁ প্রচন্ড শীতের মধ্য পা দিয়ে মুখে ও বুকে লাথি মেরে ছুড়ে ফেলে অজ্ঞান করা হচ্ছে। এরপর আহত ও ক্রন্দনরত যুবকটিকে টানা কয়েকদফা লাথি মারতে থাকেন ওই সর্দার। আমরা অবিলম্বে মাতব্বর আবু তাহের কন্টাক্টরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করছি।

Download Mahabharat