১০৩ দিন পর ভক্তদের জন্য খুলল বিশ্বের সবচেয়ে বড় মন্দির

করোনা ভাইরাসের কারণে লকডাউনের জেরে ১০৩ দিন বন্ধ থাকার পরে গুরুপূর্ণিমার দিনে খুলল নদিয়া মায়াপুরের মন্দির। স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ঢোকা ও পুজো দেওয়া হবে বলেই জানানো হয়েছে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরের ভেতরে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে ভক্তদের। প্রধান গেটে প্রথমে দর্শনার্থীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। তারপরেই তাঁদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

Mahabharat Bangla

স্যানিটাইজার ব্যবহার করতে হচ্ছে দর্শনার্থীদের। মন্দিরের ভিতরে থাকা প্রত্যেককে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।