সৌদিতে হিন্দু যুবককে জোর করে খাওয়ানো হলো গরুর মাংস

সৌদি আরবে এক ভারতীয় হিন্দু যুবককে জোর করে গরুর মাংস খাওয়ানোর ঘটনা ঘটেছে দেশটিতে।

ভালো বেতনে চাকরির আশায় সম্প্রতি সৌদি আরবে পাড়ি জমান ভারতীয় হিন্দু যুবক মানিক চট্টোপাধ্যায়। কিন্তু দেশটিতে পা রাখামাত্রই বিপাকে পড়েন ৩১ বছর বয়সী ওই যুবক। ঘটনার পর দেশে ফেরার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের কাছে তাঁর সাহায্য চেয়ে আবেদন করেছেন তিনি।

আরও পড়ুন : সাতক্ষীরায় হিন্দু ধর্মাবলম্বী পরিবারের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ!

মুম্বাইয়ের একটি সংস্থার মাধ্যমে সৌদি আরবে চাকরি পান মানিক। নিয়োগপত্র অনুযায়ী বাবুর্চি হিসেবে নিযুক্ত করা হয়েছিল তাঁকে। বেতন ভালো দেখে আর না করেননি। মুম্বাই থেকে সোজা পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু চাকরির শুরুতেই ধাক্কা খেয়েছেন তিনি।

মাণিকের দাবি, তাঁকে গরুর মাংস রান্না করতে দেওয়া হয়। কিন্তু ধর্মের কথা ভেবে রান্না করবেন না বলেই ঠিক করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই সংস্থার কর্মকর্তারা। জোর করে গরুর মাংস খাওয়ানো হয় তাঁকে। একা মাণিক নন, ওই সংস্থায় আরও অনেক হিন্দু কর্মচারীর সঙ্গে এমন দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ ভুক্তভোগীর।  ঘটনাটি ভিডিও আকারে টুইট করেন মাণিক। 

টুইটে মাণিক লেখেন, ‘আমি সমস্ত ঘটনায় অত্যন্ত বিরক্ত। অত্যাচারের পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছি। আমার ধর্মীয় বিশ্বাসে আঘাত করা হচ্ছে প্রতিনিয়ত। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে বিপদের হাত থেকে রক্ষার দাবিও জানিয়েছেন মাণিক। সৌদি আরব থেকে ফেরার ব্যবস্থা না হলে আত্মহত্যা করবেন বলেও জানিয়েছেন মাণিক।

এদিকে, মানিকের টুইট নজর কেড়েছে সদ্য দপ্তরের দায়িত্ব নেওয়া পররাষ্ট্রমন্ত্রীর। বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

সূত্র : সংবাদ প্রতিদিন