মূর্তি ভাঙার সময় আটক হলেন আলামিন, তীব্র ক্ষোভ হিন্দু সমাজে

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনীতে কালি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় জনতার হাতে এক যুবক আটক হয়েছেন। আটককৃত আলামিন হোসেন (২৫) সোনাতলা গ্রামের প্রবাসী মুজাম হোসেনের ছেলে।

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার 28/02/2019 রাতে খুকনী সার্বজনীন কালী মাতা মন্দিরের সামনে থাকা মহাদেব ভেঙে পিছনে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। শনিবার ভোরে মন্দিরটির প্রতিমাগুলো আবারো ভাঙতে আসার অভিযোগে স্থানীয়রা আলামিনকে আটক করে। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। আজ সকাল ১০টার দিকে আলামিনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত মন্দিরটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান পরিদর্শন করে দোষীদের শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস।

তথ্য- Gautam Halder Pranto