মুর্তি ভাঙ্গার মামলা রেকর্ড না করে সময় ক্ষেপন করে ওসি চুরির মামলা রেকর্ড করেছে

চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার অন্তর্গত বনিকপাড়া
শ্রী শ্রী দক্ষিণীশ্বরী কালি মন্দিরে গত ১৩/০৪/২০১৯ ইং তারিখ রাএ অনুমান ২ ঘটিকা থেকে ৪ ঘটিকার মধ্যে কতিপয় দূস্কৃতি কারী মন্দীরের তালা ভেঙ্গে অনধিকার প্রবেশ করে মা কালির বিগ্রহের পায়ে থাকা ৫ টি স্বনের চেইন এবং বিভিন্ন স্বর্নালঙ্কার অনুমান ৪ ভরি মুল ২ লক্ষ টাকা নিয়া যায়, প্রণামী বাস্ক ভেঙ্গে টাকা নিয়ে যায় বিভিন্ন ধরনের প্রতিমা ভেঙ্গে ফেলে,

উক্ত মামলার বাদী তপন কান্তি ধর মোবাইল ০১৮১৯০৩৬১৭১
সাতকানিয়া থানার সব ঘটনা বিধৃত করে একটি এজাহার দায়ের করে

কিন্তুু উক্ত থানার ও, সি মো: শফিউল কবির মুর্তি ভাঙ্গার ঘঠনা আমলে না নিয়া চুরির মামলা এজহারভুক্ত করেছেন, মামলা নং ০৭/ তারিখ ১৩/ ০৪/ ২০১৯ ধারা ৪৫৭/৩৮০/২৪৭ দ:বি কিন্তুু বাদী তপন কান্তি ধর কে এ বিষয় জিঙ্গাসা করলে তিনি বলেন” মুর্তি ভাঙ্গার মামলা রেকর্ড না করে সময় ক্ষেপন করে ও,সি চুরির মামলা রেকর্ড করেছে.