গোপালগঞ্জ সদরের বাজুনিয়া কালীমন্দিরে পেট্রোল বোমা হামলা

জুয়েল বিশ্বাস, বাজুনীয়াঃ গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের সর্বজনীন শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে ৪ টি পেট্রোল বোমা দিয়ে হামলা করা হয়। কে বা কারা হামলা করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

প্রতক্ষ্যদর্শীরা জানান গতকাল রাত ৭:৩০ মিনিটের দিকে পর পর ৪ টি পেট্রোল বোমার ছুড়ে মারে এবং মন্দিরে আগুন ধরিয়ে দেয়। একটা পেট্রোল বোমা অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বোমার আঘাতে মন্দিরের প্রতিমা পুড়ে যায় এবং বিধ্বস্ত হয়। যা নিয়ে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মন্দিরের হামলার খবর জানার পর গোপালগঞ্জের এস পি, ওসি মনিরুল, ইনচার্জ মাসুদ রায়হান সহ প্রসাসনের অনেক কর্মকর্তা উপস্থিত হন। এসময় তারা সরেজমিনে প্রত্যক্ষ করে গ্রামবাসীকে আশ্বস্ত করে। ওসি মনিরুল  স্থানীয়দের উদ্দেশ্য করে বলেছেন আপনারা আমাকে ৭ দিন সময় দিন। এই ৭ দিনের ভেতর দোষীদের খুজে বের করে উপযুক্ত শাস্তি দেয়ার ব্যাবস্থা করব। উক্ত ঘটনা নিয়ে মন্দির কতৃপক্ষ বাদী হয়ে গোপালগঞ্জ থানায় মামলা দায়ের করে।

Credit: Thenews