ভালোবেসে মুসলিম যুবককে বিয়ে , ৪ বছর পর সন্তানসহ লাথি মেরে ঘর থেকে বের করে দিল
আপনাদের মনে আছে ওরি চক্রবর্তীর (নুসরাত জাহান) কথা?আজ হতে চার বছর আগে চট্রগ্রামের আনোয়ারা উপজেলার পরিকোড়া গ্রামের ওরি চক্রবর্তী হঠাৎ করে বাড়ির উঠোন হতে গায়েব হয়ে যায়।দশ দিন পর মেয়েটিকে উদ্ধার করে কোর্টে তোলা হয় মাইনোরিটি ওয়াচের সহায়তায়।
কিন্তু কোর্টে মেয়েটি বলে যে সে স্বেচ্ছায় এক মুসলমান ছেলেকে ভালোবেসে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে নুসরাত জাহান নাম ধারন করেছে।পত্রিকায় এই ব্যাপারে বিজ্ঞপ্তিও দেয়।মেয়েটিকে বাবা মা ফিরিয়ে নেয়ার চেষ্টা করলে সে তাদেরকে চূড়ান্ত অপমান করে তাড়িয়ে দেয়।
যাই হোক যে মোল্লার সাথে ওরি চক্রবর্তী পালিয়ে ধর্মান্তরিত হয়ে নিকাহ করেছিল সেই কাট মোল্লা মেয়েটির গর্ভে একটা কন্যা সন্তান উৎপাদন করে লাথি মেরে মেয়েটিকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয় বাচ্চা সহ।আর কাবিননামার ৩ লাখের জায়গায় মাত্র ২০ হাজার টাকা দেয় তাও আবার স্থানীয় কাটমোল্লা আওয়ামীলীগের নেতার মধ্যস্ততায়।নব ধর্মান্তরিত হিন্দু মেয়েটির জীবনের দাম ছিল মাত্র ২০ হাজার টাকা