বাগেরহাটের চিতলমারীতে একটি সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে
বাগেরহাটের চিতলমারীতে একটি সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে শান্তির দূতেরা। বিভিন্ন দেব-দেবীর প্রতিমার হাত-পা ও মাথা ভেঙে ফেলা হয়েছে। পরে ভাঙা মাথা রাস্তার ওপর ফেলে রেখা হয়। শুক্রবার রাতে চিতলমারী উপজেলার চর বড়বাড়িয়া পূর্ব পাড়া সর্বজনীন পূজামণ্ডপে এই ঘটনা ঘটে।
পূজামণ্ডপ কমিটির সভাপতি নৃপেন চন্দ্র বৈদ্য জানান, শনিবার সকালে গ্রামের কয়েকজন হিন্দু নারী মণ্ডপে প্রণাম করতে গিয়ে দেখতে পান মণ্ডপে দেব-দেবীর বিভিন্ন প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমার কয়েকটি মাথা রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিমা ভঙচুরের ওই দৃশ্য দেখতে পান।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। আসামিদের ধরতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত আসামিদের ধরে আইনের আওতায় আনা হবে।
Source/ Credit: বাগেরহাট প্রতিনিধি , kalerkantho ১২ অক্টোবর, ২০১৯