বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মহানাম যজ্ঞে হামলা করে মোঃ বজলুর রশিদ ও তার দলবল
২২/০২/২০২০, শনিবার বগুড়া জেলার সোনাতলা উপজেলার চরপাড়া হালদারপাড়াতে প্রতি বছরের ন্যায় এবারও চারদিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্টান ভোর থেকে শুরু হয় ৷
পূর্ব শত্রুতার জের ধরে পাশের গ্রামের মোঃ বজলুর রশিদ (৩৫), মোঃ দুলাল মিয়া (৪০), মোঃ সুকরু মিয়া (২৫), মোঃ মিষ্টার মিয়া (২৬) সবার পিতাঃ মৃত দুদু মিয়া ও মাতাঃ মোছাঃ হাওয়া বেগম (৩৫)।মোঃ দুলাল মিয়া সর্ব সাং গোসাইবাড়ী থানা সোনাতলা জেলা বগুড়াগন উক্ত স্হানে হরিবাসর চলাকালীন সময়ে দেশীয় বিভিন্ন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া এসে হরিবাসরের অনুষ্টানে হামলা করে ৷এ হামলায় হরিবাসরের ভক্তদের খাবারের জন্য তৈরি অস্হায়ী ঘরে রক্ষিত তৈরি খাবার ও ঘরের চালা সহ বেড়ার টিনে লাঠি ও লোহার রড দ্বারা আঘাত করে ভেঙ্গে ফেলে এবং তাণ্ডব চালিয়ে ঐ ঘরে আগুন লাগিয়ে দিলে মুহর্তের মধ্যেই সবকিছু পুড়ে যায়। তখন হরিবাসরের লোকজন দিগ্বিদীগ ছোটাছুটি করে।
এতে বাধাঁ প্রদান করলে তাদের হামলায় আহত হলেন বগুড়া জেলার সোনাতলা উপজেলার চরপাড়া হালদারপাড়ার শ্রী মদন চন্দ্র প্রাং, পিতা মৃত মেঘা চন্দ্র প্রাং; শ্রী প্রার্থ কুমার প্রাং, পিতা শ্রী মদন চন্দ্র প্রাং;শ্রী নিশিকান্ত সরকার, পিতা শ্রী নিবারন সরকার ; শ্রী ধীরেন্দ্র নাথ সরকার, পিতা মৃত বনরাম সরকার ; শ্রী শিপন সরকার, পিতা শ্রী নিখিল সরকার ; শ্রী শচীন্দ্রনাথ সরকার, পিতা মৃত সতীশ সরকার। পরে আহতদের স্হানীয় ভাবে এবং সোনাতলা হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তনানে তারা ঐ হাসপাতালে চিকিৎসাধীন আছে। পাশাপাশি মামলার প্রস্ততি চলছে ৷এ বিষয়ে হরিবাসর কমিটির সভাপতি শ্রী শংকর মন্ডল জানালেন, “আমরা আজ প্রায় বহু বছর হল এই একই স্হানে হরিবাসর বংশ পরম্পরায় করে আসছি কিন্তু এ ধরনের হামলা কোন দিন হয়নি ৷”ঐ গ্রামের মুরুব্বি শ্রী গবরু প্রাং জানালেন, “অনুষ্ঠান বহু দিন হল হচ্ছে এই রকম তাণ্ডব কোনদিন দেখিনি ৷জোড়গাছা ইউপি চেয়ারম্যান জানালেন বিষয়টি দুঃখ জনক ৷
সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মাছুদ চৌধুরী জানালেন,আমি বিষয়টি মুঠোফোনে জানতে পেরে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠাই এবং বর্তমানে পরিস্হিতি শান্ত রয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ৷