বগুরায় হিন্দুদের ধর্মিয় অনুষ্টানে আসা নারীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় একজনকে ছুরিকাঘাতে হত্যা।

বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে রবিবার (১৭ মার্চ) হিন্দু সম্প্রদায়ের হরিনামযজ্ঞ সংকির্তন মহোৎসবে আসা নারীদের উত্যক্ত করার প্রতিবাদ করলে উপস্থিত এলাকার একদল মুসলিম সন্ত্রাসী যুবক নামযজ্ঞ সংকির্তন প্যান্ডেলে হামলা ও ভাংচুর চালায়। ধর্মীয় অনুষ্টানে উপস্থিত আতংকিত নারী পুরুষের ছুটাছুটিতে মূহুর্তেই পন্ড হয়ে যায় অনুষ্টানটি। সন্ত্রাসী দুর্বৃত্বদের ছুরিকাঘাতে সনাতন চন্দ্র মোদক নামে এক হিন্দু যুবক ঘটনাস্থলে নিহত হয়।

হিন্দু সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় অনুষ্টানে হামলা ও সনাতন চন্দ্র মোদকের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে তার লাশ নিয়ে সোমবার বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
এ ঘটনার পর এলাকার হিন্দু ধর্মাবলম্বী জনগনের মধ্যে চরম আতংক ও উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

Courtesy: Newsbangla