ফের বেড়েছে সারা দেশে সংখ্যালঘু নির্যাতন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, সম্প্রতি সারা দেশে সংখ্যালঘু নির্যাতন ফের ভয়াবহ আকার ধারণ করেছে। সীতাকুণ্ডের কুমিরা জেলেপাড়ার ঘটনাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এখানে জেলেদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার করতে হবে। মামলা থেকে অব্যাহতি দিতে হবে নিরীহ জেলেদের।
গত (২৭ মে) সোমবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ কুমিরা জেলেপাড়া পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
গত ২০ মে সেখানে এক জেলেকে ইয়াবা ব্যবসায়ী দাবি করে গ্রেপ্তার করা নিয়ে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। পরে দুর্বৃত্তরা জেলেপাড়ায় ব্যাপক তাণ্ডব চালিয়ে ঘরবাড়ি, উপাসনালয় ও দেব-দেবীর প্রতিমা ভাঙচুর করে। এ ঘটনায় ৬৫৯ জেলের বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেপ্তার করা হয় ১১ জেলেকে।
অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, সীতাকুণ্ডের জেলেপাড়ার এত ঘরে হামলা হলো কেন? পুলিশের সঙ্গে দুষ্কৃতকারীরা যদি না আসে, তাহলে অর্ধশত ঘরবাড়ি কে ভাঙচুর করল? এখানে উপাসনালয়ও রক্ষা পায়নি। এসব ঘটনার তদন্ত করে দ্রুত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।