“প্রাণ গেলেও,ধর্মান্তরিত হবোনা ” বলছেন পাকিস্তানি হিন্দু মহিলারা

তাবিলিঘি জামাতের অত্যাচারের শিকার হচ্ছেন দেশের সংখ্যালঘুরা | বলছে খোদ পাকিস্তানের মানবাধিকার কমিশন | কয়েকদিন আগে পাকিস্তান সরকারের কাছে দেওয়া একটি অন্তর্বর্তী রিপোর্টে তা জানায় কমিশন | সেখানে বলা হয় জোর করে ধর্মান্তকরণ ছাড়াও হিন্দু ও খ্রীস্টানদের বাড়িঘর ভাঙচুর ,জোর করে তুলে নিয়ে যাওয়ার মত ঘটনা হামেশাই ঘটছে বলে জানায় তারা |

পাকিস্তানের সিন্ধে মাটিয়ারিতে এক মহিলার মাটিতে গড়াগড়ি খেয়ে কান্নার একটি ছবি ভাইরাল হয়ে যাওয়ার পর ফের সোচ্চার হয় সেদেশের কমিশন |

ওই মহিলার দাবি তাবিলিঘি জামাতের লোকেরা তার ছেলেকে তুলে নিয়ে গিয়েছেন | কোন হদিশ নেই তার | এর পরিপ্রেক্ষিতে বহু মহিলাই পথে নেমে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় | তাতে লেখা ছিল,প্রাণ গেলেও কোনদিন ইসলাম গ্রহণ করবো না | হাতে লেখা পোস্টারগুলিতে তাবলিঘি অত্যাচারের কথাও লেখা ছিল | ভিল উপজাতির মহিলাদের এই ছবি গোটা বিশ্বের কাছে আবারও সংখ্যালঘুদের উপর পাকিস্তানের জামাতদের নিপীড়নে ছবি সামনে নিয়ে এল | যথারীতি নির্বিকার প্রশাসন |

তবে পাকিস্তানের মানবাধিকার কমিশন ইমরান সরকারকে বলে, ২০১৪ সালে শীর্ষ আদালতের নির্দেশ ছিল সেখানে থাকা সমস্ত সংখ্যালঘু মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে | আরও যে সকল গাইডলাইন মানার কথা বলা হয়েছিল সেগুলির একটাও যে মানা হচ্ছে না তা আরও একবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইমরান সরকারকে মনে করিয়ে দেন পাকিস্তানের মানবাধিকার কমিশন |

Courtesy: internet

Tags: “প্রাণ গেলেও,ধর্মান্তরিত হবোনা ” বলছেন পাকিস্তানি হিন্দু মহিলারা