পাকিস্তানে ৯ বছরের হিন্দু বাচ্চা মেয়েকে অপহরণ করে বাবার বয়সী মুসলিম লোকের বিয়ে

পাকিস্থানের সিন্ধু প্রদেশের আরএকটি ৯ বছরের হিন্দু বাচ্চা মেয়েকে অপহরণ করে বাবার বয়সী লোকের সাথে জোর করে বিয়ে দেয়া হয়।

পাকিস্থান হিন্দু মেয়েদের জন্য নরকে পরিনত হয়েছে।ইসলামিক আইনে বিয়ে করতে গেলে কাবিননামা এবং পুরুষকে অার্থিকভাবে সচ্ছল হতে হয়।পাকিস্থানে দারিদ্র্যপিরিত এবং জঙ্গীবাদী রাষ্ট্র হওয়ায় সেখানে আইনের শাসন নেইই।যৌন লালসা মেঠাতে কাবিনছাড়া হিন্দু মেয়েদের জোড় পূর্বক তুলে ধর্ষন করে ধর্মান্তরিত এবং দাসী হিসেবে বিক্রি করে দেয়া একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।

মালকা মালহী পাকিস্থানের সিন্ধু প্রদেশের আরএকটি ৯ বছরের হিন্দু বাচ্চা মেয়ে। তাকে অস্ত্রের মুখে বাড়ি হতে তুলে নিয়ে ৪ বার ধর্ষন করা হয়।এবং পরে বাবার বয়সী একলোকের সাথে বিয়ে দেয়া হয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষন করছি।