পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তাই পাকিস্তানে ফিরে যেতে নারাজ ৫০টি হিন্দু পরিবার

পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে আর পাকিস্তানে ফিরে যেতে নারাজ পাকিস্তানের ৫০টি হিন্দু পরিবার। তাঁরা জানিয়েছেন, ভারতেই থেকে যেতে চান। কারণ, পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে।

গতকাল ২৫ দিনের ভিসা নিয়ে ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে আসে পাকিস্তানের হিন্দুদের এই দলটি। এদেশে এসেই তাঁরা জানিয়েছেন, পাকিস্তানে তাঁরা নিজেদের নিরাপদ মনে করেন না। তাঁদের আশা, নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে ভারতে নাগরিকত্ব পেয়ে যাবেন।

নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে চলে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। এরই মধ্যে পাকিস্তান থেকে নির্যাতিত হিন্দুরা ভারতে এসে ভারতের নাগরিকত্ব চাইছেন।

Tags: পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে আর পাকিস্তানে ফিরে যেতে নারাজ পাকিস্তানের ৫০টি হিন্দু পরিবার , পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তাই পাকিস্তানে ফিরে যেতে নারাজ ৫০টি হিন্দু পরিবার।