নারায়ণগঞ্জে রাতের আধারে সরস্বতী প্রতিমা ভাংচুরঃ ৪ মুসলিম যুবক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে রাতের আধারে সরস্বতী প্রতিমা ভাংচুরের অভিযোগে ৪ মুসলিম যুবককে হাতেনাতে ধরা হয়েছে। চার যুবককে বন্দর উপজেলার তিনগাও গ্রামে হিন্দু দেবী সরস্বতীর প্রতিমা ভাংচুরের দায়ে সোমবার গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন আব্দুল করিম মিয়ার ছেলে সুজন (২২) , নুর মোহাম্মদের ছেলে শফিকুল ইসলাম (২৫) , শহিদ মিয়ার ছেলে হৃদয় (২২) , আইয়ুব মিয়ার ছেলে শাহিন (২৩) ।

বন্দর থানার অফিসার-ইন-চার্জ রফিকুল ইসলাম বলেন অভিযুক্তরা রাত ১ টার দিকে মধুসূদন বিশ্বাসের বাড়ির মূজা মন্ডবে হামলারত অবস্থায় এলাকাবাসী আটক করে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এই ঘটনায় মধূসুধন বিশ্বাস বন্দর থানায় একটি আমামলা দায়ের করেছেন।