কলেজ পড়ুয়া হিন্দু ছাত্রী অনিতা রাণী (১৭) কে জোরপুর্বক অপহরণ করে ধর্মান্তরিত করার হুমকি

কলেজ পড়ুয়া হিন্দু ছাত্রী অনিতা রাণী (১৭) কে জোরপুর্বক অপহরণ করে ধর্মান্তরিত করার হুমকি >>>

ঠাকুরগাঁও জেলার অন্তর্গত হরিপুর থানার কলেজ পড়ুয়া এক হিন্দু ছাত্রী অনিতা রাণী (১৭) কে  জোরপুর্বক অপহরণ করে, পরে মেয়েটিকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার হুমকি প্রদান করা হচ্ছে বলে মেয়েটির ভাই সত্যেন্দ্র নাথ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়। বাংলাদেশ মাইনরিটি ওয়াচের ঠাকুরগাঁ প্রতিনিধি হরিপুর থানায় মামলা রেক্ড করাচ্ছেন এবং আই্ন গত সহায়তা প্রদান করছেন ।

এ ঘটনায় গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় একটি মামলা দায়ের হয়। মামলা নং ১৪ তারিখ ১৮।০২।৮।২০২০ ধারাঃ নারী ও শিশু নির্যাতন আইনের ৭/৩০। থানার ভারপ্রাপ্ত অফিসার আমিরুযামান বাংলাদেশ মাই্নরিটি ওয়াচের সভাপতি এড রবীন্দ্র ঘোষকে অবগত করেন যে মামলাটি তদন্ত হচ্ছে, আসামি দের গ্রেফতার করার প্রচেষ্টা অব্যাহত আছে ।

ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহা. মনিরুজাজামান (পিপিএম-সেবা) BDMW কে বলেন, এ ঘটনায় ৫ জনকে আসামী করে হরিপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। এখনো আসামী ধরা না পড়লেও খুব দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।

মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বরমপুর গ্রামের সোনাই চন্দ্র সিংহের এইচএসসি পড়ুয়া মেয়ে অনিতা রাণী (১৭) একই উপজেলার শিক্ষিত যুবক খামার (স্কুলপাড়া) গ্রামের মৃত- বেলাল হোসেনের ছেলে জিয়াউর রহমান (২৩) এর নিকট প্রাইভেট পড়তো। এ সুবাদে ১৭ ফেব্রুয়ারী সকালে অনিতা রাণী কলেজ যাওয়ার পথে পূর্ব পরিচিত হওয়ায় জিয়াউর রহমান তার পথরোধ করে ফুসলিয়ে অজ্ঞাতনামা ৪/৫জন তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
পরে বিকেল চারটা পেরিয়ে গেলেও অনিতা রাণী বাড়ীতে না ফিরে আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে।

Mahabharat Download Link

পরে মামলার স্বাক্ষী ও এলাকাবাসি লাল বিহারী, বিমল, দিলিপ এদের মাধ্যমে অপহরণের বিষয়টি নিশ্চিত হয় অনিতার পরিবার।
পরবর্তীতে অপহরণকারি জিয়াউর রহমানের সাথে যোগাযোগ করা হলে মেয়েকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার হুমকিসহ মামলা-মোকদ্দমা করিলে অনিতাকে মেরে তার লাশ গুম করার হুমকি দেয় সে।

মামলার বাদী সত্যেন্দ্র নাথ রায় কে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা খুবই গরীব মানুষ। কৃষিকাজ করে কোন রকম সংসার চালাই। জিয়াউর আমার সহজ-সরল বোনটির এতোবড় ক্ষতি করবে তা কখনো কল্পনাও করিনি। আমি আমার বোনকে ফিরে পেতে সকলের সহযোগিতা চাই এবং এ ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই।

এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসি। তারা জানায়, আমরা মেয়েদের পড়ালেখা করার জন্য সরল বিশ্বাসে ছেলেদের কাছে প্রাইভেট পড়তে পাঠাই। এখন যদি শিক্ষকেরা এমন কান্ড ঘটায় তাহলে আমরা আমাদের মেয়ে সন্তানদের কোথায় নিরাপত্তা পাবো।

অপরদিকে মেয়েকে অপরহরণ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করাসহ হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকি পেয়ে অনিতার মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এহেন ঘটনার তীব্র নিন্দা করেছেন, অনতি বিলম্বে অপহিত মেয়েটিকে উদ্দার করে আসামিদের দৃষ্টান্ত মুলক শাঁসটির দাবী জানাচ্ছে ।