দিনে দুপুরে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হলো অপু দাসকে

২০ শে আগষ্ট দুপুর দেড়টার দিকে মানিক নামে এক সাউন্ড ব্যবসায়ীকে ধাওয়া দেয় দুর্বৃত্তরা। এ সময় মানিক অপু দাসের বাড়ির ভেতর দিয়ে ঢুকে পেছন দিয়ে পালিয়ে যায়। এ সময় চিৎকার এবং হইচই শুনে ছোট ভাই শিবু দাস ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা শিবুর উপর চড়াও হয়। তারা মানিককে বের করে দিতে বলেন। অন্যথায় ৫ হাজার টাকা দাবি করেন।

শিবু তার বড় ভাই অপুকে খবর পাঠান। অপু আসার পরপরই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে এলে দুর্বৃত্তরা নিহতের ভাইসহ দুইজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাদের সকলকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অপু দাসকে মৃত ঘোষণা করেন। নৃশংস এই ঘটনাটি ঘটেছে নরসিংদী শহরের হাজিপুর মধ্যদাস পাড়া এলাকায়। নিহত অপু দাস হাজিপুর মধ্যদাস পাড়া এলাকায় মৃত অনিল দাসের ছেলে। তিনি ভিডিও এডিটিংয়ের ব্যবসা করতেন। তাঁর বয়স মাত্র ৩৪ বছর।

বর্বরোচিত এই হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে এই ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানাচ্ছি।

Credit: নিলয় চক্রবর্তী। ২০শে আগষ্ট ২০২০ ইং