জলঢাকায় হিন্দু পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম

জলঢাকায় হিন্দু পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম,
মরণাপন্ন অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

গতকাল (০৮-০৩-১৯) সকাল ১০:৩০ মিনিটে নীলফারী, জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়ন এর মাজাপাড়া কালীতলায় সুমিত্রা রানী (৪৫), নলিন রায় (৬০), সচিন (৫৫), লিটন (২২) কে ধান ক্ষেতে মটর সেচের জল দেয়ার বিলম্বের জের ধরে একই ইউনিয়ন এর পাইটকাপাড়া গ্রামের মনতাজ (৬০), আলিমুল (৩৫), খাইরুল (৩২), তাহেরুল (২৯), আলেমা খাতুন (৫০), আসমা অাক্তার (১৯) নামের নর-পিচাশ গুলো লাঠি, দা এবং রড দিয়ে ধান ক্ষেতের মধ্যে হত্যার চেষ্টা করেন । এতে তাদের মারাত্মক জখম অবস্থায় রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানাচ্ছি।