চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক সন্ত্রাসীদের হামলা

সাতকানিয়া উপজেলা ১২নং ধর্মপুর ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড শুক্লদাশপাড়ায় সাম্প্রদায়িক কায়দায় সংখ্যালঘু পরিবার গুলোকে দেশ থেকে পালানোর হুমকি, বাড়ি ঘরে ডুকে ভাঙ্গচুর, বৃদ্ধ, নারী, পুরুষ, শিশুের উপর সন্ত্রাসী হামলা মন্দির ও প্রতিমা ভাঙ্গচুর।

ধর্মপুর ইউনিয়নে শুক্ললদাশপাড়া গত ২১ শে এপ্রিল মঙ্গলবার বেলা ২ ঘটিকায় দেশ থেকে পালানোর হুমকি বাড়ি ঘরে ডুকে বৃদ্ধ, নারী, পুরুষ, শিশুদের উপর সন্ত্রাসী হামলা মন্দির ও প্রতিমা ভাঙ্গচুর করে, এ হামলায় ৪-৫ জন গুরতর আহত ও ১৯-২০ জন সাধারন ভাবে আহত হয়, ২৭/০৪/২০২০ ইং সোমবার ১০ টায় সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রুপকুমার নন্দী খোকন সাতকানিয়া পৌরসভা হিন্দু, বৌদ্ব, খিষ্ট্রাণ ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক বিকাশ কান্তি দাশ সাতকানিয়া উপজেলা ও চট্টগ্রাম দক্ষিণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের নেতা বিকাশ নাথসহ জেলার অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ’রাও ঘটনাটি পরিদর্শন করতে যান।

এসময় এলাকাবাসী’রা এধরনের সাম্প্রদায়িক হামলার বিচার চাই সরকারের কাছে, কান্না ভরা মুখে আরো জানান আমরা এখনো আতঙ্কিত, হয়তো আমাদের উপর এ ধরনের সন্ত্রাসী হামলা আবারো ঘটাতে পারে যদি তারা এ সন্ত্রাসী হামলার ঘটনার দাবি জানিয়ে বিচার চায় এলাকাবাসী’রা মনে করেন।

এ ঘটনার সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.ইলিয়াস চৌধুরী এ ঘটনার সাথে সর্ম্পকিত আছে কারন এলাকাবাসীকে হামলা করার সময় সন্ত্রাসী’রা বলে চেয়ারম্যান বলছে তাদের বাঁশখালী যেভাবে ১১ জন সংখ্যালঘুকে যেভাবে পুড়িয়ে মেরেছে ঠিক সেইভাবে তাদের ও মেরে ফেলার হুমকি দেয়। এ সব ঘটনা খুলে বলেন সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং এঘটনা মামলা ডায়েরী করলে এ পর্যন্ত ৩ জন আসামী গ্রেপ্তার হয়। বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতার এনে বিচার চাই এলাকাবাসী’রা।

এসব মন্তব্য শুনে সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রুপ কুমার নন্দী খোকন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, তিনি আরও জানান এ ধরনের সাম্প্রদায়িক সংখ্যালঘুর উপর হামলার সাথে যে বা যারা সর্ম্পকিত রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য যা পদক্ষেপ গ্রহণ করার, ওনি সে পদক্ষেপ গ্রহণ করে আসল দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য কাজ করবেন বলে আশ্বাস দেন। তাদের এবং এলাকাবাসীদের মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিরাপদে থাকতে বলে অবগত করেন।

সূত্রঃ সম্প্রীতি টিভি