চট্টগ্রামে দুধের শিশুসহ মা মিতা কর্মকারকে অপহরণ

৬ জুলাই সাগর কর্মকারের স্ত্রী শ্রীমতি মিতা কর্মকার (২১) (তাঁর নাবালক শিশুসহ) কে ধর্মান্তরিত করা কিংবা পাচারের উদ্দেশ্য অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ৮ জুলাই চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করার পরেও আজকের দিন পর্যন্ত পুলিশ মিতা কর্মকার ও শিশুকে উদ্ধার করতে পারেনি।

অপহরণকারী মোঃ মইনুদ্দিনের নাম জানা ছিলনা বিধায় প্রাথমিকভাবে মিতা কর্মকারের স্বামী সাগর কর্মকার একটি নিখোঁজ ডায়েরি করতে বাধ্য হন, বর্তমানে অপহরণকারীর নাম জানতে পারায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের প্রেসিডেন্ট শ্রদ্ধেয়  শ্রী রবীন্দ্র ঘোষ দাদাকে জানিয়েছেন। প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দেশের সকল সচেতন মানুষের কাছে তাঁর স্ত্রী এবং একমাত্র পুত্রকে খুঁজে পাওয়ার জন্য শ্রী সাগর কর্মকার সকলের সহযোগিতা কামনা করেছেন।

Source & Credit: এইবেলা