কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পৌরসভার সচিবের হাতে জখম হলেন শ্রাবণী রায় নামের এক হিন্দু মেয়ে!
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় যশোর পৌরসভার সচিবের হাতে জখম হলেন শ্রাবণী রায় নামের এক হিন্দু মেয়ে!!!আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি!
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় যশোর পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুম হিন্দু শ্রাবণী রায় (৩০) নামে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে খালধার রোড এলাকার ডাক্তার আনোয়ারুল হকের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্লাটে।
তবে ওই নারীর সঙ্গে মাসুমের অনৈতিক সম্পর্ক রয়েছে বলে কাউন্সিলরসহ স্থানীয়রা বলছেন। তারা এও জানাচ্ছেন, শ্রাবণী ছাড়াও আরো বেশ কয়েক নারীর সঙ্গে সচিব মাসুম একাধারে অনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছেন।
এ ব্যাপারে শ্রাবণী রায় বলেন,, পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুম তার ধর্মভাই। কিন্তু তা সত্তেও সচিব তাকে কুপ্রস্তাব দিতেন। এই প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি আক্রান্ত হন।
তিনি আরো বলেন, ‘কুপ্রস্তাব দেওয়ার ঘটনা আমি তার (মাসুম) স্ত্রীকে জানিয়ে দেওয়ার হুমকি দিই। এতে সে ক্ষিপ্ত হয়ে বাসায় ঢুকে আমার ওপর চড়াও হয়। ছুরি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে। এমনকি বালিশ চাপা দিয়ে খুন করারও চেষ্টা করে। চিৎকার শুনে পাশের ফ্লাটের বাসিন্দারা ছুটে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এই সুযোগে মাসুম পালিয়ে যায়।’
তবে ঘটনার ব্যাপারে এখনো আইনগত ব্যবস্থা নেননি বলে জানান শ্রাবণী।
ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ বলেন, ‘ঘটনা সত্যি। খালধার রোড এলাকাবাসী আমাকে ফোনে এঘটনা জানিয়েছেন।’
উল্লেখ্য শ্রাবণী রায়ের স্বামী ৬ বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তার সাথে ওই ফ্লাটে তার দুই মেয়ে থাকেন।