কুপিয়ে হাতের কব্জি আলাদা করা হলো শুভ শীলের

মোবাইল ফোন নিয়ে বিরোধকে কেন্দ্র করে শুভ শীল নামে ২০ বছরের এক কলেজ ছাত্রের হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। গতকাল রাত ৯টার দিকে পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলার পৌর শহরের হাসপাতাল ব্রিজে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত শুভ শীল উপজেলার দক্ষিণ মিঠাখালী এলাকার শ্যামল শীলের ছেলে ও মঠবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। গুরুতর আহতবস্থায় কলেজ ছাত্র শুভকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুভ শীল জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে গতকাল রাত ৯টার দিকে মঠবাড়িয়ার হাসপাতাল ব্রিজে ১০/১২ জনের একটি দল তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপ দিতে থাকলে তা ঠেকাতে গিয়ে তার হাতে আঘাত লাগে। এতে করেই তার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ চেষ্টা করছে।

২০ বছরের এই তরুনটির চোখের দিকে একবার তাকিয়ে দেখুন, এই বেদনাভরা করুণ চোখে একদিন হয়তো হাজারো স্বপ্ন বা কল্পনার রঙ উঁকিঝুঁকি দিয়েছিল, আজ এই করুণ চোখ দুটো শুধু স্বপ্ন ভঙ্গের বেদনা মনে করিয়ে দিচ্ছেনা, শুধু শারীরিক যন্ত্রণার কথা মনে করিয়ে দিচ্ছেনা, সেইসাথে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ না করার সহজাত প্রবৃত্তিকে তীব্রভাবে ধিক্কার আর অভিশাপ দিচ্ছে!! শুভ শীলের উপর এধরনের নৃশংস হামলাকারীদের বিরুদ্ধে নীরবতা ভাঙার সময় কি এখনো হয়নি???

নিলয় চক্রবর্তী দার টাইমলাইন থেকে নেয়া ১৯শে আগষ্ট ২০২০ ইং