করোনা পরিস্থিতিতেও খুলনা জেলার দাকোপে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা
খুলনা জেলার দাকোপ থানা সদরের এম এম কলেজ রোডের মন্দিরটির প্রতিমা ভাংচুর করেছে কথিত দুর্বৃত্তরা! যাহা গত শুক্রবার (17-04-2020) দিনের বেলায় জনসাধারণের চোখে পড়ে। খুলনা জেলার দাকোপ-বটিয়াঘাটা নিয়ে খুলনা -১ আসন, যাহা স্বাধীনতা পরবর্তী থেকে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়।
এখানকার জনসংখ্যার শতকরা হিসাবে হিন্দুরা দাকোপ থানাতেই সবচেয়ে বেশি। এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও একবার নির্বাচিত হয়েছিলেন, সেখানেই মন্দির ভাঙচুর!
আমাদের দেশে হিন্দুদের উপাসনালয় মন্দির ভাংচুরের ঘটনা নিত্যনৈমিত্তিক! কারণ এদেশে হিন্দু নির্যাতন, ধর্মান্তরিতকরণ, হিন্দুদের জমি দখল, মন্দির ভাংচুর কোনটারই বিচার হয়না! কারণ অপরাধীরা প্রভাবশালী।
যাইহোক বর্তমান সময়ে করোনাভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন ও থানা প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং তাদের ভূমিকা প্রশংসনীয়। আমরা চাই, দুষ্কৃতকারীদের সাজা প্রদান করে জেলা প্রশাসন ও থানা প্রশাসন একটি দৃষ্টান্ত স্থাপন করুক। সাথে সাথে আমরা উক্ত মন্দির ভাংচুরের ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।