২০২০ সালের সরস্বতী পুজোর দিন, তারিখ, সময় জেনে নিন
২০২০ সরস্বতী পুজোর দিন, তারিখ, সময় জেনে নিন >>
নতুন বছরের ক্যালেন্ডার আসা মানেই বাঙালির নজর চলে যায় দুর্গাপুজোর দিকে। তবে ‘বারো মাসে তেরো পার্বন’ নিয়ে চলা বাঙালির উৎসব জানুয়ারি-ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যায়। প্রথমেই নজর যায় সরস্বতী পুজোর দিকে। বাগদেবীর আরাধনায় যেমন কোনও কার্পণ্য করেনা বাঙালি, তেমনই সরস্বতী পুজোকে ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’ বানিয়ে নিতেও কোনও রকম কসরত ছাড়া হয়না! দেখে নেওয়া যাক ২০২০ সালে সরস্বতী পুজো কবে। সরস্বতী পুজোর দিন, তারিখ, ক্ষণ সরস্বতী পুজো ২০২০ সালে পড়তে চলেছে ৩০ জানুয়ারি। যদিও বসন্ত পঞ্চমী পড়ছে ২৯ জানুয়ারি। তবে পুজোর দিন, ১৫ মাঘ আয়োজিত হতে চলেছে পঞ্জিকা মতে। আর এই তিথিতেই এবার ১৪২৬ সালে আয়োজিত হবে সরস্বতী পুজো।
Download Mahabharat mp4 videos
সরস্বতী পুজোর আগে গণেশ বন্দনার সময়ক্ষণ প্রসঙ্গত, মাঘ মাসের চতুর্থীতে আয়োজিত হয় গণেশবন্দনাও। ১৪২৬ বাংলা সালে এই গণেশ বন্দনার সময় পড়েছে ২৮ জানুয়ারি। ২৮ তারিখ গণেশ চতুর্থী পালিত হতে চলেছে। সরস্বতী পুজোর আগে কোন পুজো হতে চলেছে মাঘে? সরস্বতী পুজোর আগে কোন পুজো হতে চলেছে মাঘে? মাঘ মাসে সরস্বতী পুজোর আগে আয়োজিত হতে চলেছে রটন্তীকালী পুজো। মাঘ মাসের মঙ্গলবার ২৩ জানুয়ারি পালিত হচ্ছে এই পুজো। এরপর ‘বসন্ত উৎসব’ কবে? এরপর ‘বসন্ত উৎসব’ কবে? এরপর বসন্ত উৎসব রয়েছে ৯ ই মার্চ। এরপর ১০ মার্চ রয়েছে হোলি উৎসব। এর আগে, ৯ মার্চ রয়েছে বসন্ত উৎসবে দোল খেলা। বীরভূমের শান্তিনিকেতনে এদিন উৎসবের মেজাজে পালিত হবে ঐতিহ্যের রঙের উৎসব।
Credit: OneIndia