হৃত্বিককে পাশে নিয়ে শিবরাত্রির পুজোয় সুজান খান

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শিবরাত্রি। ২১ শে ফেব্রুয়ারি, শুক্রবার শিবরাত্রি উপলক্ষে পূজা-অর্চনা করেন হিন্দু সম্প্রদায়সহ অনেকেই ।

প্রাক্তন স্বামী হৃত্বিককে পাশে নিয়ে মহা শিবরাত্রিতে শিব পুজো করলেন সুজান খান। উপবাস করেই সুজান শিবরাত্রির পুজো করেন বলেই জানা যাচ্ছে।  ভগবান শিবের পুজো করেন অভিনেতা হৃত্বিক রোশনও।  দুই ছেলে রেহান ও হৃদানকে সঙ্গে নিয়েই শিবরাত্রি পালন করেন হৃত্বিক ও সুজান।  শিবরাত্রির পুজোয় সামিল হয় রোশন পরিবার। 

রাকেশ রোশন ও তাঁর স্ত্রী পিঙ্কি রোশন, তাঁদের মেয়ে সুনয়না রোশনের সঙ্গে হৃত্বিক-সুজান এবং তাঁদের দুই ছেলে রেহান ও হৃদান সহ অন্যান্যরা।  বিচ্ছেদের পর বহুদিন হল ফের কাছাকাছি এসেছেন হৃত্বিক ও সুজান। পারিবারিক সমস্ত অনুষ্ঠান থেকে হৃত্বিকের সঙ্গে বেড়াতে যাওয়া প্রায় একসঙ্গে দেখা যায় হৃত্বিক-সুজানকে। যদিও ফের তাঁরা বিবাহ-বন্ধনে আবদ্ধ হননি। 

Photo &Source: Zee News ২৪ ঘন্টা