সাংবাদিক ও কক্সবাজার জাগো হিন্দু পরিষদের নেতা ছোটন কান্তি নাথকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা

সাংবাদিক ও কক্সবাজার জাগো হিন্দু পরিষদের নেতা ছোটন কান্তি নাথকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা, পর পর তিন রাউন্ড গুলি..

আজ সোমবার সকালে (ভোররাত ৪টা ১৫ মিনিট) চকরিয়া ও পেকুয়া কালের কন্ঠের সাংবাদিক ও কক্সবাজার জাগো হিন্দু পরিষদের সভাপতির বাড়িতে আক্রমণ করেছে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা। বাড়ির ভেতর ঢুকতে না পেরে রুম লক্ষ করে তারা পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে। তবে পরিবারের সকলেই অক্ষত রয়েছি। গুলিতে জানালার গ্লাস ভেঙে গেছে। গুলির শব্দে জেগে উঠা ঘুমন্ত মানুষের শব্দ শুনে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা। কিছুদূর গিয়ে তারা আরো এক রাউন্ড গুলি ছোড়ে।