ধর্ম পরিবর্তন করে মুসলিম ছেলেকে বিয়ে, সেই ছেলের অত্যাচারেই মৃত্যু

ভালবাসার টানে বাবা-মা, ভাইবোন, আত্মীয়-স্বজন এমনকি নিজ ধর্মও ত্যাগ করেছিল বগুড়ার মেয়ে রানী (১৮)। কিন্তু না। সব ছেড়েও ভালবাসার দেখা পায়নি সে। বিয়ের পর শ্বশুর-শাশুড়িসহ ভালবাসার সেই মানুষটির (স্বামী) নিপিড়ন নির্যাতনের এক পর্যায়ে মৃত্যু হয় তাঁর।

গত সোমবার সকালে বরগুনায় বসতঘরের দোতলা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।বগুড়া জেলার নয়ন চন্দ্রের মেয়ে রাণী। জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় পোশাক শিল্পে (গার্মেন্ট) কাজ নেন রাণী।

Mahabharat Download Link

একই কারখানায় কাজের সুবাদে চার বছর আগে তার সাথে পরিচয় হয় বরগুনার ছোনবুনিয়া গ্রামের মোঃ শাহ আলম শিকদারের ছেলে মোঃ সাইদুল ইসলামের (২২)। পরে দুই পরিবারের অজান্তেই বিয়ে করেন তারা।কিন্তু রানী তখন হিন্দু থাকায় পুত্রবধূকে মেনে নিতে অসম্মতি জানান খাদিজার শশুরবাড়ির লোকজন।

পরে খাদিজা নিজে ধর্ম ত্যাগের কথা জানালে তাকে মেনে নিতে রাজি হয় সাইদুলের পরিবার। সে সময় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলে খাদিজাকে মেনে নেয় তার শুশুর বাড়ির স্বজনরা।

মহাভারত স্টার জলসা সকল এপিসোড

ধর্মান্তরিত হওয়ার পর রাণীর নতুন নাম দেওয়া হয় খাদিজা আক্তার।নাম প্রকাশ না করার শর্তে সাইদুলের এক প্রতিবেশী জানান, খাদিজার নিকটাত্মীয়রা কাছে না থাকায় প্রায়ই খাদিজাকে মারধর করতো সাইদুল ও তার স্বজনরা। এ ছাড়াও ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই খাদিজার ওপর মানসিক নির্যাতন করতো তারা। সাইদুল খাদিজার ঘরে দেড় বছর বয়সী সাবিত নামের একটি ছেলে রয়েছে! গত সোম বার প্রচুর মার ধর ও খাবারে বিষ মেশানোর ফলে মৃত্যু হয়েছে বলে পুলিশ।