কুম্ভমেলায় এসে ২৫০০ বিদেশী হিন্দুধর্ম গ্রহণ করলেন,সংখ্যা ছাড়াতে পারে ৫০০০
ইতিমধ্যে ইউনেস্কো কুম্ভমেলাকে বিশ্বের সবচেয়ে বড় শান্তি সমাবেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। ১৫-২০ কোটি মানুষের সমাগম ঘটেছে এবারের কুম্ভমেলায়। কুম্ভ শুধুমাএ হিন্দুদের জন্য নয় বিশ্বের সকল ধর্মের মানুষের জন্য দরজা খুলা।এবারের কুম্ভে অনেক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছে কিন্তু অথচ বাংলা মিডিয়াগুলো এতো দিন এই বিষয়গুলো প্রচার করেনি। ইউনাইটেড হিন্দু কনসার্ন সর্বপ্রথম বিষয়টিতে ফোকাস করে। তার পর বিবিসি বাংলাসহ অন্যান্য মিডিয়াগুলোর নজরে আসে। বিশাল পরিমাণে বিদেশী এবারের কুম্ভমেলা যোগ দিয়েছেন মোক্ষম লাভের আশায়।
তাদের অনেকে আবার কুম্ভমেলা থেকে বিভিন্ন ধরণের ইনফরমেশন সংগ্রহ করছেন যাতে সেটি তাদের নিজ নিজ দেশে ছড়িয়ে দেয়া যায়। অনেক বিদেশিকে দেখা গেছে কপালে তিলক এবং স্বস্তিকা পরিহিত অবস্থা হিন্দু দেবদেবীর পূজা করতে।
বাংলা মহাভারতের সকল পর্ব এখানে পাবেন
২০১৯ সালের কুম্ভমেলার বিদেশিদের ২০ স্টল দেখা গেছে। একজন প্রত্যক্ষদর্শী রঘুনাথ রাজী জানাচ্ছে অন্তত পক্ষে ২৫০০ বিদেশী এখানে এসে স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।
অনলাইন নিউজ পোর্টাল দ্য হিন্দু পোর্টাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে। উল্লেখ্য যে এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে ( পূর্ববর্তী নাম আহমেদাবাদ)। ভারতীয় পুলিশ অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়োগের মাধ্যমে সমাবেশে আগত পূর্ণার্থীদের নিরাপত্তা করেছেন।
ইকোনমিক্স টাইমস এর মতে কুম্ভমেলা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মেলা। অতিরিক্ত জনসাধারণের ভিড় সামাল দিতে উত্তর প্রদেশ সরকার ৩২০০ হেক্টর একর জায়গা বরাদ্ধ করেছে যা অন্যবারের তুলনায় ডাবল। ইকোনমিক্স টাইমস জানায় বিশ্বের সবচেয়ে বড় এই শান্তি সমাবেশ থেকে ৪২০০ কোটি ভারতীয় রুপি আয় হবে আদিত্যনাথ যোগী সরকারের।
Sorce: ত্রিপুরা নাও