বাংলা সাত দিনের নাম ও বাংলা বারো মাসের নাম এসেছে হিন্দু দেবতাদের নাম থেকে
বাংলা সাত দিনের নাম ও বাংলা বারো মাসের নাম এসেছে হিন্দু দেবতাদের নাম থেকে>>
*** শনিবার-
শনি দেবতার নাম অনুসারে
*** রবিবার-
রবি বা সূর্য দেবতার নাম অনুসারে।
*** সোমবার-
সোম বা শিব দেবতার নাম অনুসারে।
***’মঙ্গলবার-
ধূপ বা দ্বিপের নাম অনুসারে।
*** বুধবার_ *** বৃহস্প্রতিবার_ *** শুক্রবার-
গ্রহের নাম অনুসারে।
-*-*****************************
“””””””””বাংলা বার মাসের নাম”””””””””
*** বৈশাখ- কীর্ত্তন নাম অনুসারে।
*** জৈষ্ঠ- অগ্নি দেবতার নাম অনুসারে।
*** আষাঢ়- আষাঢ়ি পূর্ণিমার নাম অনুসারে।
*** শ্রাবন- ব্রাক্ষ্ মা দেবের নাম হতে।
*** ভাদ্র- শ্রীকৃষ্ণের বাঁশি হতে।
*** আশ্বিন- অশ্বিনী কুমারের নাম হতে।
*** কার্তিক-কার্তিক দেবতার নাম অনুসারে।
**** অগ্রহায়ন- সূর্য দেবতার পরিক্রমণ হতে।
*** পৌষ- পার্বন হতে আগত।
*** মাঘ- তীর্থস্হান হতে আগত।
*** ফাল্গুন- জলন্ত কাঠ বা যজ্ঞ হতে আগত।
*** চৈত্র-বাসন্তী দেবীর শাড়ি হতে আগত।
মূলত সূর্যকে কেন্দ্র করে এসব
নামের উৎপত্তি ।
সম্রাট আকবর
আরবের সাথে হাত মিলিয়েও এই
নামগুলি পরিবর্তন
করতে পারে নাই ।আর পারবেও
না. বরং সবসময়ই হিন্দুদের সব কিছু ওরা ব্যবহার করছে,,, পৃথিবীতে যত ধর্ম
আসছে, যত মানুষ আসছে, সব কিছু হিন্দুদের হতেই আসছে,,,,,, কৃপা করো নাথ,,,,
জয়রাধে, জয় রাধে-শ্যাম,,,,
***** জয়গুরু, জয়গুরু, জয়গুরু *****