হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা সংখ্যালঘু মন্ত্রণালয় এর দাবি গোবিন্দ চন্দ্র প্রামাণিকের
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতা ও নির্যাতন বন্ধ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচনী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের একান্ত সাক্ষাৎকারে দাবি করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
দেশে সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর উপর নির্যাতন-নিপীড়ন জমি দখল, হত্যা, হত্যার চেষ্টা, দেশত্যাগে বাদ্য করাসহ নানা ঘটনা কারণে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি করেন। তিনি মনে করেন যুগ যুগ ধরে সংখ্যালঘুরা এদেশে জুলুম অত্যাচার এর শিকার হচ্ছে। যদি আলাদা মন্ত্রণালয় হয় তাহলে হিন্দুরা সুরক্ষিত ভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে বসবাস করতে পারবেন। তাই বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী শেখ হাসিনার প্রতি তিনি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে আকুল আবেদন জানিয়েছেন যে অতি দ্রুত সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় হয়।