সৌদি আরবে আটকানো যাচ্ছে না ভাগবত গীতার বিক্রি ! মাত্র ১৫ দিনে গড়ে উঠলো গীতা বিক্রির রেকর্ড।
কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকে ভারত জুড়ে হিন্দু ধর্মের ছবি ফুটে উঠেছে। স্বাধীনতার পর থেকে যেখানে ভারতের হিন্দু সমাজ ধর্মনিরপেক্ষতার নামে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, সেখান থেকে আজ বেরিয়ে এসে হিন্দুরা নিজেদের ধর্ম সম্পর্কে সচেতন হয়েছে। আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের শক্তিশালী নেতাদের ভাগবত গীতা দান করে গীতার প্রতি মানুষের আকর্ষণ বাড়িয়েছেন যার প্রভাব কট্টরপন্থী আরবের দেশগুলোতেও পড়তে শুরু করেছে।
আসলে বিগত কিছুদিন ধরে আরবে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা পুরো বিশ্বকে অবাক করে তুলেছে। আসলে বিগত ১৫ দিনে সৌদি আরবে ১৫ লক্ষ ভাগবত গীতার কপি বিক্রি হয়েছে। এই গীতা আরবি ভাষায় অনুবাদিত যার প্রতি আরবের মানুষদের আকর্ষণকে আটকানো যাচ্ছে না।
আরবে অনেক কট্টরপন্থী সংগঠন থাকা সত্ত্বেও গীতার এহেন বিক্রয় সত্যি অবাক করার মতো। আরবের মানুষ সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে জানতে খুবই উৎসাহিত হয়ে পড়েছেন। আপনাদের আরো জানিয়ে রাখি, এই আরব এককালে ইহুদিদের বাসস্থান ছিল এবং তারও আগে এখানে হিন্দু ধর্মই ছিল যার বহু প্রমান বর্তমানে মিলেছে। বর্তমান পরিস্থিতি এমন হয়েউঠেছে তাতে মনে হচ্ছে মা কে যেমন তার সন্তান থেকে আলাদা রাখা যায় না সেইভাবে আরবিদেরও তাদের প্রাচীন হিন্দু ধর্ম থেকে আলাদা করা সম্ভব হবে না।
Source: Internet