সীতাকুণ্ডের শিব চতুদর্শী মেলা উপলক্ষে এবারও তীর্থযাত্রীদের বিনামূল্যে খাবার বিতরণ

সীতাকুন্ড চন্দ্রনাথ ধামে তিনদিনব্যাপী শিব চতুর্দশী মেলা আগামী সোমবার থেকে শুরু হয়েছে। প্রতিবছর এ মেলাকে ঘিরে দেশ-বিদেশের লাখো লাখ ভক্তের আগমন ঘটে , এবারো এমনটিই ঘটেছে। মেলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও সংশ্লিষ্টরা।

জানা গেছে,আনুমানিক তিন’শ বছরেরও আগে সীতাকুন্ড চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী মেলা শুরু হয়। প্রতিবছর এ মেলায় ভারত,নেপালসহ দেশ-বিদেশের লাখ লাখ পুণ্যার্থীর আগমন হয়। এবারো একইভাবে ১৪-১৫ লাখ ভক্তের আগমন হবে বলে ধারণা। মেলা শুরু হবার আগে থেকেই ভক্তদের আগমন শুরু হয়ে গিয়েছিল।

উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রতিবছরের ন্যায় এবারও অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসেছে।

এবার সীতাকুণ্ডের তীর্থ নিবাস এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী শ্রী ননী গোপাল সাহা মহাদয় এর সুযোগ্য সন্তানদের সাহায্যে সীতাকুণ্ডের আগত তীর্থযাত্রীদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়।

এছাড়াও কেউ তীর্থ যাত্রীদের বিনামূল্যে পানীয় জল সরবরাহ করেন, কেউবা যাত্রীরা যেন নিরাপদে তীর্থ দর্শন করতে পারেন সে লক্ষ্যে পুরো সড়ক ও মন্দিরে দায়িত্ব পালন করেন।