রাধাকৃষ্ণের মন্দিরে পূজো দিলেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী, খেলেন মন্দিরের প্রসাদ

অকল্যান্ড রাধাকৃষ্ণ মন্দির, চারিদিকে শান্ত পরিবেশ। মন্দিরে বাজছে ঘণ্টা আর শঙ্খধ্বনি। মন্ত্র পাঠ করে পূজো করছেন মন্দিরের পুরোহিত। এমন সময় গাড়ি থেকে নেমে হাত জোড় করে নমস্কার বললেন এক নারী। পায়ের জুতো খুলে ভক্তি সহকারে ঢুকে পড়লেন রাধাকৃষ্ণের মন্দিরে। তিনি আর কেউ নন তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।

মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে পুজারিরা সংস্কৃত মন্ত্রোচ্চারণ শুরু করেন। তাঁকে উত্তরীয় ও টিকা সহযোগে স্বাগত জানানো হয়। তিনিও সবাইকে হিন্দু রীতি মনে হাত জোড় করে ‘নমস্কার’ বলেন।

মন্দিরে প্রার্থনা সেরে সবার সঙ্গে খাওয়া দাওয়াও করেন জেসিন্ডা। সেখানে তাঁকে পুরি, ছোলার তরকারি আর ডাল খেতে দেখা যায়।