বাঙালির দুর্গাপুজাই সব উৎসবের সেরা, স্বীকৃতি ইউনেস্কোর

‘ধর্ম যার যার, উৎসব সবার৷’ সত্যি এবার সকলের উৎসবই হয়ে উঠতে চলেছে বাঙালির সেরা উৎসব – দুর্গাপুজা৷ ইউনেস্কোর বিচারে বিশ্বের সংস্কৃতি বিভাগের তালিকায় নাম উঠে গেল বাঙালির দুর্গোৎসবের৷ ২০২০ সালের জন্য তৈরি হচ্ছে এই তালিকা৷ তাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেল শারদোৎসব৷

প্রতি বছরই ইউনেস্কোর তরফে বিশ্ব সাংস্কৃতিক কেন্দ্রগুলির উপর নজর দেওয়া হয়৷ ঐতিহ্যের তালিকায় নতুন নতুন সংযোজন হয়৷ সেভাবেই ভারতের বেশ কয়েকটি উৎসব নিয়ে চর্চা হয়েছে ইউনেস্কোর অন্দরে৷ সবকটাকে হারিয়ে বাজিমাত করেছে বাঙালির দুর্গাপুজাই৷ আগামী বছর থেকে ইউনেস্কোর সাংস্কৃতিক ক্ষেত্রের তালিকায় আনুষ্ঠানিকভাবে নতুন নাম হিসেবে সংযোজিত হবে দুর্গাপুজা৷ 

সূত্রের খবর, দুর্গাপুজো নিয়ে চর্চা করতে গিয়ে ইউনেস্কো কর্তারা এর ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য’ – এই বিষয়টিতেই মজেছেন৷ তাঁদের মতে, একটি উৎসবের মধ্যে এত রকমারি সংস্কৃতির মেলবন্ধন সচরাচর দেখা যায় না৷ তবে দুর্গা পুজাকে ইউনেস্কো পর্যন্ত পৌঁছে দেওয়ায় বিশেষ ভূমিকা ছিল কলকাতার ফোরাম ফর দুর্গোৎসবের৷ এই ফোরামের সঙ্গে জড়িত একাধিক ক্লাবের কর্তা এবং বেশ কয়েকজন পুজার শিল্পীই এই উৎসবকে বিশেষ স্বীকৃতি দেওয়ার প্রথম উদ্যোগ নিয়েছিলেন৷ 

চুলচেরা বিশ্লেষণেও পরীক্ষকদের মন জয় করেছে বাংলার ঘরে ঘরে দেবী বন্দনার সুর৷ যার পুরস্কার স্বরূপ বিশ্বমানের এই স্বীকৃতি৷ ইউনেস্কোর সংস্কৃতি বিভাগের তালিকায় নাম তুলে ফেলা৷