জার্মান চ্যান্সেলরকে হিন্দু ধর্মের রীতিতে নমস্কার দিয়ে স্বাগত জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ

করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন গবেষকরা । এ ব্যাপারে বিশ্বের সকল শ্রেণির মানুষই সচেতন। হাত মেলানোর বদলে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে এবার হিন্দু তথা সনাতন ধর্মের রীতির আদলে দূর থেকে নমস্কার জানাতে দেখা গেল।

গতকাল বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলরকে এভাবেই অভ্যর্থনা জানান ম্যাখোঁ। প্রথা অনুসারে হাত মেলানোর পরিবর্তে দুই রাষ্ট্রনেতার এভাবে অভিবাদন জানানোর কৌশল মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এক ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ফার্স্টলেডি অপেক্ষায় আছেন। সেখানে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছেন অ্যাঙ্গেলা মেরকেল। তাকে দেখেই দূরত্ব বজায় রেখে নমস্কার জানান ম্যাখোঁ। হাসি মুখে অ্যাঙ্গেলা মেরকেলও নমস্কার জানান। ওই সময় ফ্রান্সের ফার্স্টলেডিও নমস্কার জানান মেরকেলকে।

এর আগে চলতি বছরের মার্চে স্পেনের রাজা-রানিকে এভাবেই নমস্কার জানিয়েছিলেন ম্যাখোঁ। এই মুহূর্তে মেরকেল আর ম্যাখোঁর অভিবাদনের ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে।

ভিডিয়ো দেখে নিন>>

Source & Credit: Twitter & Internet