জাপানের এই শহর হিন্দু দেবী লক্ষ্মীর নামে নামাঙ্কিত।
জাপানি ভাষায় কিচিজোজি শব্দটির অর্থ লক্ষ্মী মন্দির। এমনিতেই জাপানে হিন্দু সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। সে দেশে অনেক হিন্দু মন্দির রয়েছে, যেখানে প্রার্থনা করেন জাপানিরাও।
ভারত ছাড়াও বিশ্বের অনেক দেশেই বিখ্যাত হিন্দু মন্দির রয়েছে। কিন্তু জানেন কি, জাপানের গোটা একটা শহরই রয়েছে হিন্দুদের দেবী লক্ষ্মীর নামে উত্সর্গ করা? শহরটির নামও লক্ষ্মীর নামেই নামাঙ্কিত। জাপানের রাজধানী টোকিয়োর কাছেই এই শহরের নাম কিচিজোজি।
জাপানি ভাষায় কিচিজোজি শব্দটির অর্থ লক্ষ্মী মন্দির। এমনিতেই জাপানে হিন্দু সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। সে দেশে অনেক হিন্দু মন্দির রয়েছে, যেখানে প্রার্থনা করেন জাপানিরাও। এই বিষয়টি জানালেন জাপানের কাউন্সের জেনারেল তাকাউকি কিতাগাওয়া। শুধু তাই নয়, জাপানি ভাষার ওপরে সংস্কৃত ভাষার যে অনেক প্রভাব রয়েছে, সে কথাও তিনি জানান ।
টোকিয়োর কাছে মুশাহিনোয় অবস্থিত এই কিচিজোজি শহরটি। এখানে প্রচুর শপিং কমপ্লেক্স, নামজাদা রেস্তোঁরা রয়েছে। এই শহরের বাসিন্দারা সাধারণ ভাবে ফ্যাশন সচেতন বলে বিখ্যাত।
Sorce/Credit: এই সময় অ্যাস্ট্রো ডেস্