গীতা’য় হাত রেখে মার্কিন শীর্ষ আদালতের বিচারপতির পদে ভারতীয় মহিলার শপথ
মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বসলেন ভারতীয় বংশোদ্ভূত উশির পণ্ডিত ডুরান্ট। এই প্রথম এশিয়া মহাদেশের কোনও মহিলা বিচারপতি মার্কিন সুপ্রম কোর্টের বিচারপতির পদে বসলেন। আগামী দিনে কুইনস কাউন্টির ফৌজদারি মামলাগুলির শুনানি হবে উশির পণ্ডিতের এজলাশে। ভগবত্ গীতা-য় হাত রেখে তিনি বিচারপতির পদে শপথ নেন।
ছিল না ইংরেজিতে দখল। ইংরেজি না শেখার কারণে জীবনের শুরুতে বেশ অসুবিধ হয় তাঁর। কিন্তু পিছিয়ে না পড়ে তিনি দ্রুত ইংরেজি শিখে নিজেকে মানিয়ে নেন মার্কিন আদব কায়দায়। সেন্ট জন’স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। পরে নিউইয়র্ক আইন কলেজে পড়াশোনা করেন। পাশ করে যোগ দেন কুইনস ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিসে। ২০১৫ সালে সেখান থেকে তিনি নির্বাচিত হন সিভিল কোর্ট বিচারপতি হিসেবে। তিন বছর দক্ষতার সঙ্গে সেখানে নিজের কর্তব্য পালনের পর তাঁর কাছে আসে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার দুর্লভ সুযোগ।