জানেন কি, কিভাবে সনাতন ধর্ম গ্রহণ করবেন ?

আজ কাল অনেক লোকই রয়েছে যারা তাদের পূর্ব পুরুষের সনাতন ধর্মে ফিরে আসতে অগ্রহ প্রকাশ করে। অন্যদিকে শুধুমাত্র আগ্রহ প্রকাশেই তো আর সনাতন ধর্মে ধর্মান্তরিত হওয়া যায় না, এ বিষয়েও তারা অবগত।

সনাতন ধর্ম গ্রহনে বিশেষ কিছু নিয়ম-কানুন রয়েছে যা সকলেরই জানা আবশ্যক। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে হিন্দু/সনাতন ধর্ম গ্রহন করা যায় বা কিভাবে ফিরে আসতে পারেন হিন্দু ধর্মে? সনাতন ধর্ম শাস্ত্র মতে, পৃথিবীতে জন্মগ্রহনকারী প্রতিটি মানবই জন্মগতভাবে হিন্দু এবং বেদ মতে,  পৃথিবীতে ধর্ম একটাই যা সত্য সনাতন বৈদিক ধর্ম।

অতিতের ইতিহাস থেকে যানা যায় যে, সেসময় বিভিন্ন ধর্মের লোকেরা ব্রেইন ওয়াস করে ধর্মান্তরিত করেছে অসংখ্য মানুষকে। যার কারনে অন্য ধর্মে স্থানান্তরিত হওয়ায় হিন্দু সম্প্রদায় অনেক পিছিয়ে। তবুও বর্তমান বিশ্বে লোকসংখ্যার দিক থেকে হিন্দু/সনাতন ধর্মানুসারিদের অবস্থান তৃতীয়তম। তাছাড়া এমন কিছু লোক এখনও আছে যারা ধর্মান্তরিত হয়ে নতুন করে ফিরে আসতে চায় তাদের পূর্বপুরুষের ধর্মে। তবে বেশিরভাগ লোকই অবগত নন কিভাবে অনুসারী হওয়া যায় এই ধর্মের। যে ব্যক্তি এতো দিন সে তার জীবনে চলার পথে সঠিক নিয়ম অনুসরন করেনি, সে অগ্নির সামনে বসে পবিত্র মন্ত্রের উচ্চারনের মাধ্যমে সেই শপথ গুলো নেয়াকেই হিন্দু ধর্ম গ্রহন করা বলা হয়। তবে হ্যা, আপনি কিছু কাজ না করলে আপনাকে আপনি হিন্দু বলে মনে করবেন না। আপনাকে আপনি Atheist ই ভাববেন। তাই যে কাজ গুলো আপনাকে করতে হবে সেগুলো নিচে দেয়া হলঃ

১। ঈশ্বরে বিশ্বাস থাকতে হবে এবং সেই পরমাত্মা ঈশ্বরকে যেকোনো সুন্দর নামে ডাকতে পারেন আপনি।
তার মধ্যে একটি হলও ওম।
২। নিজের নাম পরিবর্তনের প্রয়োজন নেই শুধু নামের শেষে আরিয়া লাগাতে পারেন। কারন,
আরিয়া শব্দের অর্থ ঈশ্বরের পুত্র।
৩। মন্দিরে যেতে পারেন মনের শান্তির জন্য এবং আধ্যাত্মিক চিন্তা ভাবনার জন্য ।
৪। বেদ, গীতা, পুরান পাঠ করবেন প্রতিদিন।  কারন যত আপনি বেদ, গীতা এবং পুরান পাঠ করবেন
তত-ই আপনার জ্ঞান বাড়বে।
৫। মন্দিরে গিয়ে পুরুহিতের মাধ্যমে যজ্ঞ করে সঠিক পথে চলার শপথ নিবেন।
৬। বেদ গীতা অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করবেন।
৭। সব সময় ঈশ্বরকে স্মরণ রাখবেন। তার কাছে মন থেকে প্রার্থনা করবেন সে যেন আপনাকে সঠিক
পথে চলার অনুপ্রেরনা করে। আর হ্যা আপনি যদি সত্যি তার পথে চলেন। তাহলে আপনার মনে কখনো
দুঃখ থাকবে না। 
৮। পৃথিবীর সকল জীবকে আপনার ভালবাসতে হবে।
উপরের প্রন্থা গুলি আপনি অনুসরণ করলে। আপনি আপনাকে অবশ্যই একজন হিন্দু বলতে পারেন।

সুত্রঃ এইবেলা