সাবিনা খাতুন বিয়ে করলো চন্দ্র সিংকে, আপন করে নিলো হিন্দু ধর্মকে

সাবিনা খাতুন বিয়ে করলো চন্দ্র সিংকে, আপন করে নিলো হিন্দু ধর্মকে>>>

পশ্চিমবঙ্গ রাজ্যের ( West Bengal) এক যুবতী বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের জন্য একটি যুবক বা পাত্র খুজে নিলো। সাবিনা খাতুন শুভ বিবাহ করে বাবু চন্দ্র সিং এর সহধর্মীনী হয়ে গেলেন। সাবিনা খাতুন নিজের জন্য চন্দ্র সিং কে বেছে নিলো, পশ্চিমবঙ্গে উন্মাদী কট্টরপন্থীর সংখ্যা অনেক বেশি, তা সত্ত্বেও এই সব কথা না ভেবে সাবিনা চন্দ্র সিং কে নিজের জন্য বেছে নেয়। সাবিনা বুদ্ধিমত্তা ও বাহাদুরী দুটোরি পরিচয় দেয়। এবার সারা জীবন সাবিনাকে তিন-তালাক ও হালালার মতো ধর্মের কুপ্রথার চিন্তা করতে হবে না আর তিনি কোনো বহুবিবাহ ছাড়াই নিজের জীবনসাথীর সঙ্গে সুখপূর্বক জীবনযাপন করতে পারবে।

বাবু চন্দ্র সিং ও সাবিনা খাতুনকে এক সক্রিয় হিন্দু সংগঠন সিংহ বাহিনী সংরক্ষন প্রদান করে এবং সিংহ বাহিনীর নেতা দেবদত্ত মাজি দুজনকে বিবাহের শুভ কামনাও দেয়। দেবদত্ত মাজি এই উপলক্ষে বলেন যে- আজ একটি ভালো খবর আছে, পশ্চিমবঙ্গের বাবু চন্দ্র ও সাবিনা খাতুনের শুভ বিবাহ হয়েছে, তাই দুজনকে আমি শুভ কামনা জানাই, সাবিনা এবার সারা জীবনের জন্য বোরখা থেকে স্বাধীনতা পেলো।
https://twitter.com/MajiDevDutta/status/1136983071486386178/photo/1

দেবদত্ত মাজি এটাও বলেন যে সিংহা বাহিনী এরকম দম্পতিদের পরেও এইভাবে সাহায্য করবে। উনি বলেন, সাবিনার মতো আরো মেয়েদের জীবনে যাতে পরিবর্তন আসে তার জন্য মানুষের উচিত সিংহা বাহিনীর সমর্থন করা। এটি একটি পবিত্র কার্য, আর একজন হিন্দু ব্যক্তিকে এটি ধার্মিক কার্য হিসাবে করা উচিত। সাবিনা খাতুন এখন সনাতন হিন্দু ধর্মের মত অনুযায়ী, স্মৃতিতে সিঁধুর নিয়ে হাতে শাকা পোলা পরিধান করেছে। সাবিনা, বাবু চন্দ্র সিংকে আপন করার সাথে সাথে সনাতন ভারতীয় সংস্কৃতিকেও আপন করে নিয়েছে।

মহাভারত বাংলা