আজ নিজের বাড়িতে সরস্বতী পূজা করলেন অপু বিশ্বাস

হিন্দুরা মা বা মেয়েকে সরস্বতী / লক্ষ্মী বা কোন দেবতার পরেই স্থান দিয়ে থাকে।

এককথায় সনাতন ধর্মে নারীদের সর্মোচ্চ সম্মান দেয়া হয়েছে আর আর কোন ধর্মে দেয়া হয়নি।

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী
পূজা। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। পূজার দিনে দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। অন্যান্য সকল ভক্তের মতো চিত্রনায়িকা অপু বিশ্বাসও দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এদিন নিজের বাসায় পূজার আয়োজন করে চিত্রনায়িকা এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সরস্বতী পূজায় স্কুলে উৎসবমুখর পরিবেশ থাকত। ছোট বেলায় স্কুলে খুব আনন্দ করতাম। ঢাকায় আসার পর ঘটা করে সরস্বতী পূজায় অংশ নেয়া হয় না। তাই এবার ভিন্নভাবে সরস্বতী পূজার আয়োজন করেছি।

অপু বিশ্বাস আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সবাইকে সরস্বতী পুজার শুভেচ্ছে জানিয়ে নিজের বাড়ির পুজো মণ্ডপের ছবি শেয়ার করেন।

ছবির লিংকঃ অপু বিশ্বাসের বাড়ির পূজোর ছবি