তিন তালাক বাতিলের প্রতিবাদে হিন্দু ধর্ম গ্রহন করলেন মুসলিম নারী
মহিলা। শুধু তাই নয়, প্রয়োজনে হিন্দু ধর্ম
গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন।
সম্প্রতি একটি ভিডিওতে একথা জানান
উত্তরাখণ্ডের উধম সিং নগরের বাসিন্দা
শামিম জাহান। এদিকে বিচার পেতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সুপ্রিম
কোর্টের কাছে আবেদনও জানিয়েছেন
তিনি।
গত বুধবার একটি ভিডিও প্রকাশ করেন
শামিম জাহান। সেই ভিডিওতে তিনি
বলেন, “আমার অভিজ্ঞতার পর আমি বলতে
পারি হিন্দু ধর্ম গ্রহণ করাই ভাল। কারণ
সেখানে এই জিনিসগুলো হবে না। এছাড়া
অন্য রাস্তা হল আত্মহত্যা।”
Udham Singh Nagar: #TripleTalaq victim
threatens to commit suicide if not given
justice, requests PM Modi & & the
Supreme Court
#Uttarakhandpic.twitter.com/
tyIAWudSEp
— ANI (@ANI_news) May 19, 2017
তাঁর সঙ্গে আসিফের নিকাহ হয় ১২ বছর
আগে। কিন্তু, নিকাহর চার বছর পরেই
তাঁকে তালাক দেয় শওহর আসিফ। এরপর
পারিবারিক কাউন্সেলিং-এর পর দুজনে
আবার একসঙ্গে থাকা শুরু করে। কিন্তু
শামিম জাহান অভিযোগ করেন, এরপর
শওহর তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করতে
শুরু করে। এই নিগ্রহের বিষয়ে থানায়
জানাতে গেলে তাকে তালাক দেওয়া হয়
বলে অভিযোগ।