চীনা মেয়েকে ভালোবেসে হিন্দু মতে বিবাহ করলো বাংলার ছেলে

বছর সাতেক আগে ছোটো মামার হাত ধরে চিনে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিল পিন্টু। সেখানেই পরিচয় অ্যাঞ্জেলের সঙ্গে। সেই পরিচয় তারপর ভালোবাসা । শেষমেশ চার হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দুই পরিবার।
সেই মতো এক মাস আগে বিয়ের দিন পাকা হয়।চিনের গোয়াং প্রদেশের এঞ্জেলের সঙ্গে পিন্টুর প্রেমের গল্প এখন সবার মুখে মুখে।একদিকে করোনা ভাইরাসের আতঙ্কে যখন চিন সহ সারা পৃথিবী । আতঙ্কে রয়েছে ভারতও সেইসময় অ্যাঞ্জেল-পিন্টুর ভালোবাসা বিপদের মাঝেও কোনো শক্তিই তাদেরকে আটকাতে পারেনি।

একমাস আগে থেকেই হিন্দু মতে বিয়ের সব তোড়জোড় চলছিল। সপ্তাহ খানেক আগে হঠাত্‍ করে উদয় হওয়া করোনা ভাইরাসে সমস্যা দেখা দেয়। বিয়ের কী হবে চিন্তায় পড়ে দুই পরিবার। পরে পিন্টু ও এঞ্জেলের পরিবার ঠিক করে বিয়ে হবে নির্দিষ্ট দিনেই । কোনও ভাবেই মেয়ে এঞ্জেল ও ছেলে পিন্টু ভিসা নিয়ে ভারতে চলে এলেও চিনে আটকে পড়ে মেয়ে পক্ষের পরিবার।সেই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার চার হাত এক হল অ্যাঞ্জেল ও পিন্টুর।