আমি হিন্দু ধর্ম ত্যাগ করিনি , তাই আমার ছেলেও আমার মতো করেই বড় হচ্ছে সেও হিন্দু
শাকিব খানের সঙ্গে অপুর বিয়ের সময় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। তখন অপুর নাম অপু ইসলাম হয় বলে জানা যায়। সম্প্রতি অপু বিশ্বাস জানান তিনি ধর্ম ত্যাগ করেননি। আগের ধর্মেই আছেন।
এমতাবস্থায় শাকিব-অপুর সন্তান আব্রামের ধর্ম কী? বাবা মুসলমান, মা হিন্দু। এই বিষয়টি নিয়ে এখন ভক্ত অনুরাগীদের মধ্যে কৌতূহল বেশ। তবে এ বিষয়ে অপু বিশ্বাস নিজেই ছেলের ধর্মের বিষয়ে মুখ খুলেছেন।
অপু বলেন, ছেলে আমার সঙ্গে রয়েছে। তাই আমার মতো করেই সে বড় হচ্ছে। সে তার বাবার সঙ্গে কখনও ঈদ করেনি।
মহাভারত বাংলা ডাউনলোড লিংক
আব্রাম খান জয়ের ধর্ম কী-এমন প্রশ্নের জবাব দিয়েছেন তার মা অপু বিশ্বাস। তিনি বলেন, আমার ছেলে যেহেতু আমার সঙ্গে আছে, সে আমার মতো করেই বড় হচ্ছে।