হিন্দু ধর্ম গ্রাহণ করছেন ফারাহ খান ? ফারাহ-র ৩ সন্তান পুজোয় বসেছে
নতুন বছরের শুরুতে ৩ সন্তানকে নিয়ে পুজোয় বসেন ফারাহ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, ফারাহ-র ৩ সন্তান পুজোয় বসেছে। এবং চোখ বন্ধ করে ঈশ্বরের প্রার্থনা শুরু করেছে। ‘পাওয়ার অফ প্রেয়ার, হ্যাপি নিউ ইয়ার’ বলে সেই ছবিও শেয়ার করেন ফারাহ।
ওই ছবি দেখে নেটিজেনদের মধ্যে কেউ কেউ ফারাহ-র প্রশংসা করলেও, বেশ কয়েকজন জোর সমালোচনা শুরু করেন। ফারাহ কেন পুজো করছেন, তাই নিয়ে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি অনেকে আবার ফারাহ-র নামের পাশ থেকে খান পদবি তুলে দিন বলেও জোর সওয়াল করেন। যদিও জোর সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি বলিউডের এই জনপ্রিয় পরিচালক।
সূত্রঃ জি ২৪ ঘন্টা