স্কুলের সরস্বতী পূজার পুরোহিত একাদশ শ্রেণির ছাত্রী
স্কুলের সরস্বতী পুজোয় এবার পুরোহিত ভূমিকায় একাদশ শ্রেণির ছাত্রী! ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বুদ্ধভারতী হাইস্কুলে। ওই ছাত্রীর নাম স্নিগ্ধা সরকার। পুরোহিতের ভূমিকায় এক ছাত্রীর এগিয়ে আসা নিয়ে প্রশংসা অনেকের গলাতেই।
স্কুলের সরস্বতী পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করলেন একাদশ শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বুদ্ধভারতী হাইস্কুলে। ওই ছাত্রীর নাম স্নিগ্ধা সরকার। ছাত্রছাত্রী মিলে মোট ৮৫০ জন পড়ুয়া ওই স্কুলের। তার মধ্যে ওই ছাত্রীর পুরোহিতের ভূমিকায় এগিয়ে আসা নতুন দিগন্তের সূচনা করল বলে মনে করছেন অনেকেই ।
বেশ কয়েক বছর ধরেই সরস্বতী পুজোর সময় পুরোহিত পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল এই স্কুলে। এরপর সবাই আলোচনা করে এবার ঠিক করা হয় স্কুলেরই ছাত্রছাত্রীদের মধ্যে কেউ এই দায়িত্ব পালন করবেন। এগিয়ে আসে চার ছাত্রী! তাঁদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয় স্নিগ্ধাকে ।
গত একমাস ধরে স্কুলের সংস্কৃতের শিক্ষিকা সাধনা মজুমদার ওই ছাত্রীকে পুজোর জন্য যথাযথ প্রশিক্ষণ দিয়েছেন। তারপর এল আজকের দিন। সমস্ত আচার মেনেই সম্পন্ন হল পুজো। এমনকী ছাত্রছাত্রীদের সকলের জন্য আয়োজন করা হয়েছিল আলপনা প্রতিযোগিতাও।
কেমন লাগল নতুন ভূমিকায়? নিম্ম মধ্যবিত্ত পরিবারের সন্তান স্নিগ্ধা ছক ভেঙেও যেন নিস্তরঙ্গ। বললেন, ‘শিক্ষক-শিক্ষিকারা বলেছিলেন, তাই এগিয়ে এসেছি। আর আমি তো বাড়িতে লক্ষ্মী পুজো করিই, সরস্বতী পুজোতে তাহলে অসুবিধা কোথায়?’
সুত্রঃ এই সময়