সিলেটের জকিগঞ্জে মন্দিরে দূর্ধর্ষ চুরি, ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

সিলেটের জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের দুবড়িরপাড় শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় বৃহস্পতিবার রাতে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। মন্দিরের তালা ভেঙ্গে চুরেরা মুর্তির গলার স্বর্ণালংকার ও সেবায়েতের ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

অত্র মন্দির পরিচালনা কমিটির সভাপতি, জকিগঞ্জ সনাতন কল্যাণ সোসাইটির ৪ নং খলাছড়া ইউপি কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অশেষ বিশ্বাস ও ইউপি চেয়ারম্যান কবির আহমদ জানান, মুর্তির গলার ৬টি নেকলেস, ৩টি স্বর্ণের বাঁশি, ক্যামেরা, নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে চুরেরা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, ওসি হাবিবুর রহমান হাওলাদার,জকিগঞ্জ সনাতন কল্যাণ সোসাইটির সহ সভাপতি রাজীব বিশ্বাস,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিজন বিশ্বাস সহ গোবিন্দ বিশ্বাস,সৈকত বিশ্বাস, বিদুৎ ধর,পরিতোষ রায়,অর্জুন বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মন্দির কমিটিকে আশ্বস্থ করেন, যে কোন ধরণের সহযোগিতায় জকিগঞ্জ সনাতন কল্যাণ সোসাইটি পাশে থাকবে। জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।