ষড়যন্ত্র করে মন্দিরের প্রসাদে বিষ দিয়ে ১৫ জনকে হত্যা

ট্রাস্টিকে সরাতে মন্দিরের প্রসাদে মেশানো খাবার খেয়ে ১৫ জনের মৃত্যু ও শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ভারতের কর্নাটকের কোল্লিগালের সুলওয়াডি গ্রামে কিচগুথ মারাম্মা মন্দিরে ওই ঘটনা ঘটে।

ইম্মাডি মহাদেব স্বামী নামের এক ব্যক্তি, অম্বিকা (৩৫) নামের এক নারী, অম্বিকার স্বামী মাদেশা (৪৬) এবং স্থানীয় অন্য একটি মন্দিরের পুরোহিত ডোদ্দাইয়াকে ( ৩৫) এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ জেনেছে, স্থানীয় সন্ন্যাসী ইম্মাডি মহাদেব স্বামী ও তার তিন সঙ্গী মিলে ষড়যন্ত্র করে মন্দিরের প্রসাদে বিষ মিশিয়েছিল। এরপরই তাদের চারজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বাগানে দেয়ার কথা বলে কৃষি দফতরের এক কর্মকর্তার কাছ থেকে দুটি ৫০০ মিলিলিটার কীটনাশকের বোতল সংগ্রহ করেন অম্বিকা। এই কীটনাশকই মন্দিরের প্রসাদে মেশানো হয় বলে জানিয়েছেন আইজিপি কেভি শরৎ চন্দ্র। মন্দিরের প্রধান ট্রাস্টি চিনাপ্পিকে সরিয়ে সেই জায়গায় নিজে বসতে চেয়েছিল মহাদেব স্বামী। সেজন্যই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সূত্রঃ সময় টিভি ও কলকাতা২৪*৭