মমতার বাংলায় মুসলিমদের প্রভাব ! দিন দিন অত্যাচারিত হচ্ছে হিন্দুরা, এবার বিড়ির প্যাকেটে শ্রী কৃষ্ণের ছবি
কলকাতা ব্যারোঃ মমতার পশ্চিম বঙ্গে দিন দিন হিন্দু নির্যাতনের খবর বেড়েই চলেছে। কোথাও হিন্দুদের পূজা করতে দেয়া হচ্ছে না। কোথাও ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠানে বাধা। কোথাও আবার হিন্দু প্রতিমা ভাঙচুর । এবার এক বিড়ির কোম্পানির বিড়ির নামই হলো হিন্দু ভগবান শ্রী কৃষ্ণের নামে। তাও আবার বিড়ির প্যাকেটে ভগবান শ্রী কৃষ্ণের ছবি দিয়ে। যা হিন্দু ধর্মানুভূতিতে আঘাত হানে।
বলা বাহুল্য সনাতন তথা হিন্দু ধর্মে ধূমপান নিষেধ। প্যাকেট থেকে বুঝা যায় উক্ত কোম্পানির মালিক মুসলিম , প্যাকেটে হিন্দিতে মালিকের নাম এনামুল লেখা। আর কোম্পানির নাম খাদিম বিড়ি ফ্যাক্টরি। কোম্পানির ঠিকানাঃ অরঙ্গাবাদ, মুর্শিদাবাদ , পঃ বঃ । এ বিষয়ে কোনো ব্যাবস্থা নেবে কি পশ্চিমবঙ্গসরকার/পশ্চিমবঙ্গবাসী ??
আরও পড়ুনঃ
- গাজীপুরে রাতের আঁধারে মন্দিরের ৪টি প্রতিমা ভাঙচুর
- সমস্ত হিন্দুই ভগবানের কাছে সমান , তাই পাঁচ হাজার দলিতকে দেয়া হলো পুরোহিতের মর্যাদা
- জার্মান চ্যান্সেলরকে হিন্দু ধর্মের রীতিতে নমস্কার দিয়ে স্বাগত জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ
- জেনে নিন খাবার গ্রহণের আগে ও পরে করণীয় কি
- কুপিয়ে হাতের কব্জি আলাদা করা হলো শুভ শীলের