চট্রগ্রামের জামালখানের খাস্তগীর স্কুলে সরস্বতী পূজার আয়োজনে অনুমতি দিলনা স্কুল কর্তৃপক্ষ

চট্রগ্রামের জামালখানের খাস্তগীর স্কুলে সরস্বতী পূজার আয়োজনে অনুমতি দিলনা স্কুল কর্তৃপক্ষ>>

১৯ শতকের ব্রাহ্ম আন্দোলনের অন্যতম নেতা ডা. অন্নদাচরণ খাস্তগীর মহোদয় ১৮৭৮ সালে একটি ভার্নাকুলার মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

এরপর অন্নদাচরণের জামাতা, চট্টগ্রামের সামাজিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ যাত্রামোহন সেনগুপ্ত মহোদয় উনার শশুড় মহাশয়ের স্মৃতি রক্ষার জন্যে একে ইংরেজি উচ্চ বিদ্যালয়ে উন্নীত করেন। এই লক্ষ্যে ১৯০৭ সালে তিনি এই বিদ্যালয়কে জমি ও ভবন দান করেন এবং এই বিদ্যালয়ের নতুন নামকরণ হয় ডা. অন্নদাচরণ খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়।

যেটা খাস্তগীর স্কুল নামে চট্টগ্রাম তথা সারাদেশে বর্তমানে পরিচয় লাভ করেছে। হিন্দুর দানকৃত সম্পত্তি ও অর্থের উপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়েও বিদ্যাদেবীর আরাধনার অনুমতি পাওয়া যায়নি বলে খবর